মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি পৌর এলাকার কাচাবাজার থেকে শুরু হয়ে দক্ষিণ ঠেংগামারা-পাতাবালি সড়কের বেহাল অবস্থা। সড়কটি কাদায় ভরে থাকায় সাধারণ মানুষসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চলাচল করতে নানা দুর্ভোগে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি পৌর এলাকার কাচাবাজার থেকে শুরু হয়ে দক্ষিণ ঠেংগামারা-পাতাবালি সড়কটি র্দীঘদিন ধরে কোন সংস্কার না করায় কাদামাটিতে ভরে সড়কটি বেহাল অবস্থা পরিণত হয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সাধারণ মানুষের পাশাপাশি ৮০নং দক্ষিণ ঠেংগামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুসহ কালকিনি সদর ফাযিল মাদ্রাসা, কালকিনি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, কালকিনি পাইলট বালিকা বিদ্যালয়, কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী মহিমা, জাকিয়া, মীম, রবিউল, মেঘলা, নিলাসহ ৩০/৩৫জন শিক্ষার্থী অভিযোগ করে বলেন, স্কুলে আসার সময় হাটু পর্যন্ত কাদা পড়ি দিয়ে আসতে হয়। তাই বই হাতে কান্না কাটি করতে করতে স্কুলে আসি এবং বাড়ি ফিরি। আল্লাহ জানে আমাদের দুর্ভোগ কবে শেষ হবে।’

আজাহার হাওলাদার, রাজ্জাক হাওলাদার, হেমায়েত হাওলাদার, জাহাঙ্গির বেপারী, রকিব বেপারীসহ ১০/১৫ জন গ্রামবাসী আক্ষেপ করে বলেন, আমাদের দরকার হয় শুধু মাত্র ভোটের সময়। আর পৌর কর দেয়ার সময়। কিন্তু পৌরসভার নাগরিক সেবা আমাদের কপালে জুটছে না। ’

৮০ নং দক্ষিণ ঠেংগামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন বলেন, বর্ষা আসলেই এই সড়কটি দূর্ভোগের কুপে পরিণত হয়। তাই আমি আশা করি পৌরসভা কর্তৃপক্ষ সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যবস্থা নিবে।’

এ ব্যাপারে কালকিনি পৌরসভায় গিয়ে পৌরসভার মেয়র এনায়েত হোসেন হাওলাদারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি অফিসে না থাকায় তার মুঠো ফোনে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় কোন বক্তব্য দেয়া সম্ভব হয়নি।

(এএসএ/এএস/আগস্ট ০২, ২০১৫)