ডেস্ক রিপোর্ট : যুদ্ধের ময়দানে সেনাদের মাথা ঠান্ডা রাখার জন্য মার্কিন সেনাবাহিনী তৈরি করছে এয়ার কন্ডিশন্ড হেলমেট। এর সঙ্গে সংযুক্ত রয়েছে বাতাস পরিশুদ্ধকারী শ্বাসগ্রহণ সহায়ক যন্ত্র, যার ফলে ব্যবহারকারী রাসায়নিক পদার্থ ও জীবণু থেকে সুরক্ষা পাবেন।

অর্থাৎ, এই হেলমেট পরিধান করলে যুদ্ধের ময়দানেও সেনারা উপভোগ করবে ঠান্ডা আর পরিশুদ্ধ বাতাস। মার্কিন সেনাবাহিনীর এজউড কেমিকেল বাইওলোজিকাল সেন্টার ২০১৩ সালে পরবর্তী প্রজন্মের এই শ্বাসগ্রহণ সহায়ক যন্ত্র তৈরির কাজ শুরু করে। প্রচলিত শ্বাসগ্রহণ সহায়ক যন্ত্রগুলো ভারী ও আকারে বড়। পক্ষান্তরে নতুন এই ডিজাইন অনেক হালকা। এটা চালাতেও কম শক্তি প্রয়োজন হয়। আর ব্যবহার করতেও আরামদায়ক।

বিজ্ঞানিরা নতুন এ প্রযুক্তি সেনাবাহিনীর এম-৫০ মুখোশে ব্যবহার করে সফল পরীক্ষা চালিয়েছেন। সেনাদের একাধিক যুদ্ধ অনুশীলনে এর পরীক্ষা চালানো হয়। সেনা কর্মকর্তারা বলেছেন, আধুনিক এ হেলমেট অনেক বেশি আরামদায়ক। এজউডের গবেষকরা আরও নিত্যনতুন হেলমেট বানানেরা জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন।

(ওএস/অ/মে ২১, ২০১৪)