লক্ষ্মীপুর প্রতিনিধি : 'পাহাড় সমতল উপকূলে, গাছ লাগাই সবাই মিলে', 'দিন বদলের বাংলাদেশ, ফলে বৃক্ষে ভরবো দেশ' এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। এ উপলক্ষে রবিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আলোচনা সভা মিলিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান,অতিরক্তি জেলা প্রশাসক (এডিএম) কংকন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাজ্জাদুল হাসান, নোয়াখালী রেঞ্জের বন কর্মকর্তা মো. সানা উল্যাহ পাটওয়ারী,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রমুখ।

র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এনজির কর্মীরা উপস্থিত ছিলেন।

মেলায় বনজ ও ফলজের ৫০টি স্টল বসানো হয়েছে। মেলা চলবে প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত।

পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও বনজের চারা বিতরন করেন জেলা প্রশাসক।

(এমআরএস/অ/আগস্ট ০২, ২০১৫)