ঝালকাঠি প্রতিনিধি : পূর্ণিমার জোয়ারের প্রাভাবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝালকাঠির কাঠালিয়ায় উপজেলার আমুয়া ফেরির গ্যাংওয়ে ডুবে গেছে।

রবিবার হলতা নদীর পানি স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পাওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে। ফেরির গ্যাংওয়ে ডুবে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও পরিবহন চালকরা। একই সাথে বেড়িবাধ ও সড়কে পানি ওঠায় মারাত্মক জন-দূর্ভোগ সৃষ্টি হয়েছে। বিষখালী নদীর পানির স্রোতে রঘুয়ারচর নামক স্থানের বিষখালী নদীর বেড়িবাধ ও উপজেলার বিভিন্ন গ্রামের কাঁচা-পাকা সংযোগ সড়ক ভেঙ্গে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

কাঁঠালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ আমির উদ্দিন জানান, ফেরীর গ্যাংওয়ে ডুবে গেলে যান চলাচল বন্ধ থাকে তখন কিছু সময় যাত্রীদের ভোগান্তি হয়। আর বেড়িবাঁধ ভাঙ্গার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। কম টাকা হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও বেড়িবাঁধ সংস্কার করা যেতে পারে। এদিকে জেলা সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে। এসব নদী তীরবর্তী প্রায় ১৫ টি গ্রামে পানি ঢুকে মাছের ঘের ও আমনের বীজ তলার ক্ষতি হয়েছে।

(এএম/অ/আগস্ট ০২, ২০১৫)