শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শাহজাদপুরের  আয়োজনে শাহজাদপুরে ফলদ বৃক্ষ রোপন আন্দোলন ও বৃক্ষমেলা ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা  শহীদ স্মৃতি মিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এ বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান। উপজেলা নির্বাহী অফিসার শামীম আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, সহকারী কমিশনার (ভূমি) আবু ওয়াদুদ, শাহজাদপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল আজিজ, বিশিষ্ঠ শিক্ষাবিদ নাছিম উদ্দিন মালিথা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনজু আলম সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কৃষি কর্মকর্তা, উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দসহ সুধীবৃন্দ। শাহজাদপুর উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপী বৃক্ষমেলায় আকাশ নার্সারী, মায়ের দোয়া নার্সারী, আল্লাহর দান নার্সারী, ভাই ভাই নার্সারী, একতা নার্সারী, হা-মীম নার্সারী ও উপহার নার্সারী বিভিন্ন জাতের ফলদ, বনজ ও ঔষধী বৃক্ষের চারা নিয়ে মেলায় অংশ গ্রহন করেছে।

মেলার উদ্বোধনী উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর হতে এক র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেলায় এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সিরাজুল ইসলাম।

(এআরপি/এসএফকে/আগস্ট ০৩, ২০১৫)