মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসন, সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেহেরপুরে ১০ দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০ টার দিকে মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা পার্কে ১০ দিন ব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করেণ জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম। উদ্বোধন মেষে শহীদ সামসুজ্জোহা পার্কের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক শফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, (সার্বিক) খাইরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আশকার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেণ জেলা প্রশাসনের সহকারী কমিশনার নুর-এ-আলম। মেলায় বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষদীসহ নানা প্রকারের গাছ স্থান পেয়েছে। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এর আগে জেলা প্রশাসক শফিকুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী শুরু হয়ে শহীদ সামসুজ্জোহা পার্কে এসে শেষ হয়।

(ইএম/এএস/আগস্ট ০৩, ২০১৫)