নওগাঁ প্রতিনিধি : গত অর্থবছরে নওগাঁ জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের ৯টি পদে ১০৬ জন নতুন ষ্টাফ নিয়োগের প্রেক্ষিতে জেলায় জন্মনিয়ন্ত্রনসহ পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে গতি ফিরেছে। এছাড়াও জেলার ১১টি উপজেলায় মোট ১ হাজার ৫টি পদের মধ্যে উপ-পরিচালকের (ডিডি) পদসহ এখনো ৭৭ টি পদ শুন্য রয়েছে। এই শূন্য পদগুলি পূরণ হলেই জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রম শতভাগ সফলতা অর্জনে সক্ষম হবে বলে জেলার ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন জানিয়েছেন।

সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ২০১১ সালের জুলাই থেকে ২০১২ সালের জুন পর্যন্ত জেলার মোট ইমপ্লান্ট গ্রহিতা ৩ হাজার ২৬ জন। ২০১২ সালের জুলাই থেকে ২০১৩ সালের জুন পর্যন্ত জেলার মোট ইমপ্লান্ট গ্রহিতা ৪ হাজার ১৮৪ জন। ক্রমশ এই সংখ্যা বেড়ে ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত মোট ইমপ্লান্ট গ্রহিতার সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৯ জনে।

অপরদিকে জেলা পরিবার পরিকল্পনার উপ-পরিচালক পদটি দীর্ঘদিন থেকে শূন্য রয়েছে। সহকারী পরিচালক দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও নওগাঁ সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাঃ খাদিজা খানম দীর্ঘদিন যাবৎ সাময়িক বরখাস্ত থাকায় ওই পদসহ নওগাঁ সদর উপজেলায় ২টি পদ এবং রানীনগর উপজেলার মেডিক্যাল অফিসারসহ মোট ৩টি পদে দায়িত্ব পালন করছেন, ডা. এমএইচএম মাহফুজুল আলম। জেলার ১১টি উপজেলার মধ্যে বদলগাছী, আত্রাই, রানীনগর, নিয়ামতপুর, পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় মেডিক্যাল অফিসারের পদ শূন্য রয়েছে।

এরপরেও ২০১৩ সালে নিরাপদ প্রসব সেবা প্রদানে জেলার মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্র বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার অর্জন করে গোটা জেলাকে সফল করে তুলেছে।


(বিএম/অ/মে ২১, ২০১৪)