মৌলভীবাজার প্রতিনিধি : বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, কোন অবস্থায় সময় বেঁধে দিয়ে আদিবাসী খাসিয়াদের তাদের জায়গা থেকে উচ্ছেদ করা যাবে না। আমরা কেন তাদেরকে আমাদের কাছাকাছি নিয়ে আসতে পারিনি তবে সেটা রাষ্ট্রের ব্যর্থতা, প্রশাসনের ব্যর্থতা। প্রয়োজনে পুরো মানবাধিকার কমিশন তাদের পাশে থাকবে।

মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারের কুলাউড়ার দুর্গম পাহাড়ি অবস্থিত ঝিমাই পানপুঞ্জি ও চা বাগানের মধ্যে সৃষ্ট বিরোধকৃত ভূমি এলাকা পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

এ সময় তাঁর সাথে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক ও আদিবাসী লেখক সঞ্জীব দ্রং, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক এবং ককাস এর সদস্য ড. মেসবাহ কামাল, কুবরাজ আন্ত পানপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং, ঝিমাই পানপুঞ্জির হেডম্যান (পুঞ্জি প্রধান) রানা সুরং, খাসি সোস্যাল কাউন্সিলের সভাপতি জিডিসন প্রধান সুচিয়াং, কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান, পাশ্ববর্তী চা বাগানের ব্যবস্থাপক জাকির হোসেন প্রমুখ।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কুলাউড়া উপজেলার দূর্গম পাহাড়ে বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর ভূমি নিয়ে ঝিমাই পানপুঞ্জি এবং পাশ্ববর্তী চা বাগান কর্তৃপক্ষের মধ্যে সৃষ্ট বিরোধ নিরসনে প্রশাসন উভয়পক্ষের সম্মতির ভিত্তিতে কয়েক দফা উদ্যোগ নেয়া হলেও নানা কারনে বিরোধ নিষ্পত্তিতে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

(বিবিবি/এলপিবি/আগষ্ট ৪, ২০১৫)