সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা যুবলীগের সভাপতি আব্দুল মান্নান ও  তার চার সহযোগিকে  পুলিশ আটক করেছে । বুধবার দুপুরে সাতক্ষীরা সিটি কলেজে তালা ঝুলিয়ে সন্ত্রাস সৃষ্টির অভিযোগ ও পুলিশকে অবরুদ্ধ করে ফেলার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের কয়েকজন শিক্ষক জানান, সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিটি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবির সাথে কলেজ প্রশাসন নিয়ে একজন বহিরাগত শিক্ষকের দণ্ড চলে আসছিল। বুধবার সকাল ১১ টায় সাতক্ষীরা সিটি কলেঝ ছাত্র ঐক্য পরিষদের সভাপতি আনিসুর রহমান পাপ্পুর নেতৃত্বে কলেজ মাঠে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে যুবলীগ নেতা আব্দুল মান্নান একজন বহিরাগত শিক্ষকের পক্ষ নিয়ে সহিংসতা সৃষ্টি করে। মান্নান তার সহযেগিদের নিয়ে কলেজের মধ্যে প্রবেশ করে অস্ত্রের মহড়া দেয় এবং সব কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এতে পুরো কলেজ অচল হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মান্নান ও বহিরাগত অধ্যাপকের বাহিনীর সদস্যরা পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশকে মারধর করে একটি কক্ষে আটকে রাখে। এ ঘটনার পর সাতক্ষীরা সদর সার্কেলের পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সিটি কলেজ এলাকায় ব্যাপক লাঠিচার্জ করে ও অবরুদ্ধ পুলিশ সদস্যদের মুক্ত করে। এরই একপর্যায়ে পুলিশের ওপর হামলার অভিযোগে আটক করা হয় জেলা যুবলীগ সভাপতি আব্দুল মান্নান, তার সহযোগি জেলা ছাত্রলীগের সাংগঠণিক সম্পাদক আমিনুর রহমান, জেলা ছাত্রলীগের সদস্য সাদেকুল আরেফিন মধু ও সিটি কলেজ ছাত্র ঔক্য পরিষদের আহবায়ক মধু মোল্লারডাঙ্গির আনিসুর রহমান ও তার বাবা আব্দুল গফুরকে।

সাতক্ষীরা সিটি কলেজ ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক আনিসুর রহমান পাপ্পু জানান, তারা কলেজের শিক্ষার পরিবশে ফিরিয়ে আনার জন্য অহিংস আন্দোলন করে আসছেন। কলেজ পরিচালনা পরিষদের সভাপতির নির্দেশে পুলিশ কোন কারণ ছাড়াই তাদের উপর হামলা চালিয়েছে। হামলার পর যুবলীগ নেতা আব্দুল মান্নানসহ তাদের পাঁচজনকে আটক করা হয়েছে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনামুল হক জানান,এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলার প্রস্তুতি চলছে।


(আরকে/মে/অ ২১, ২০১৪)