গাইবান্ধা প্রতিনিধি : নিখোঁজের ৩ ঘণ্টা পর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের কাকুই কাশদহ গ্রামের একটি পুকুর থেকে সোমবার রাতে পুকুর থেকে রিক্তা খাতুন (৩) নামের এক শিশুর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

রিক্তা খাতুন ওই গ্রামের রোস্তম আলীর মেয়ে। রামজীবন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম এনামুল হক পুকুর থেকে শিশুর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বিকেল সাড়ে ৫টার দিকে রিক্তা অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে পুকুরপাড়ে খেলা করছিল। সন্ধ্যায় অন্য শিশুরা বাড়ি ফিরলেও রিক্তা বাড়ি ফেরেনি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় রিক্তাকে খুঁজতে থাকে। এরপর রাত সাড়ে ৮টার দিকে রিক্তার লাশ পুকুরের পানিতে ভেসে ওঠে। পরে পুলিশ গিয়ে রিক্তার লাশ উদ্ধার করে।

(আরঅাই/এসএফকে/আগস্ট ০৪, ২০১৫)