রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় তিন কোটি টাকা মূল্যের তিন কেজি ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল উপজেলার সারাংপুর ভেড়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব হেরোইনসহ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন : উপজেলার সারাংপুর ভেড়ীপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে রেজাউল করিম গাড়ু (৪৩) ও একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে তাজিমুল ইসলাম (২৮)। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদের সাংবাদিকদের সামনে হাজির করা হয়। এ সময় সংবাদ সম্মেলনে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা লিখিত বক্তব্যে জানান, আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে তাঁদের একটি দল গোদাগাড়ীর সারাংপুর ভেড়ীপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় তিন কেজি ২০০ গ্রাম হেরোইনসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, আসামিরা মাদক ব্যবসায়ী। তারা গোদাগাড়ীর চরাঞ্চলের সীমান্ত এলাকা দিয়ে ভারত এভাবে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী সদর-এ-সার্কেলের পরিদর্শক বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

(ওএস/এসসি/আগষ্ট০৬,২০১৫)