স্টাফ রিপোর্টার :খুলনায় মোটর ওয়ার্কশপে নির্মম নির্যাতন চালিয়ে শিশু রাকিব হাওলাদারকে হত্যার ঘটনায় ওয়ার্কশপ মালিক শরীফের মা বিউটি বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবাল এই আদেশ দেন।

বিউটি বেগমকে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল বলে এ মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই কাজী মোস্তাক আহমেদ জানান।
তিনি বলেন, “মামলার অপর দুই আসামি শরীফ ও মিন্টু মিয়া সুস্থ হলে তাদেরকেও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।”

গত সোমবার রাতে শহরের টুটপাড়া কবরখানা রোডে শরীফ মটরসে মলদ্বারে পাইপের মাধ্যমে হাওয়া ঢুকিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় ১২ বছরের রাকিবকে।

হত্যাকাণ্ডের পরপরই গ্যারেজ মালিক শরীফ (৩৫), তার দূর সম্পর্কের চাচা মিন্টু (৪০), বিউটি বেগমকে (৫৫) আটক করে পিটিয়ে পুলিশে দেয় এলাকাবাসী।
মঙ্গলবার তাদের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রাকিবের বাবা নুরুল আলম।

রিমান্ড আবেদনের শুনানিতে মহানগর হাকিম আদালতের পিপি কাজী আবু শাহীন বলেন, হত্যাকাণ্ডের সময় বিউটি বেগম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পূর্ব শত্রুতা থেকে রাকিবকে হত্যা করা হয়েছে কি না, এর পেছনে অন্য কোনো বিষয় ছিল কি না- তা জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

দিনমজুর আলমের ছেলে রাকিব একসময় শরীফ মোটরসে কাজ করলেও মালিকের দুর্ব্যবহার ও নির্যাতনের কারণে কিছুদিন আগে শহরের পিটিআই মোড়ে আরেকটি গ্যারেজে কাজ নেয়। এতে ক্ষুব্ধ হয়েই শরীফ ও মিন্টু মিলে তাকে নির্যাতন চালিয়ে হত্যা করেছে বলে রাকিবের মায়ের দাবি।


(ওএস/এসসি/আগষ্ট০৬,২০১৫)