স্টাফ রিপোর্টার : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে হাইকোর্টের দেওয়া ৮ মামলার মধ্যে ৫ মামলায় জামিন বহাল রেখেছেন ‍আপিল বিভাগ। বাকি তিন মামলার মধ্যে এক মামলায় জামিন স্থগিত করেছেন।

তবে অপর দুই মামলার শুনানি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অন্যদিকে চার মামলায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদুর জামিন বহাল থাকায় তার ‍মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এসব আদেশ দেন।আদালতে বিএনপি নেতাদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

গত ৭ জুলাই নাশকতার আট মামলায় রিজভী এবং দুদুকে সাত মামলায় অন্তবর্তীকালীন জামিন দেন।

পরে রাষ্ট্রপক্ষ রিজভীর আট মামলা এবং দুদুর চার মামলায় জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন।

জামিন বহাল থাকা রিজভীর পাঁচ মামলা হচ্ছে মোহাম্মদপুর, পল্টন ও বাড্ডা থানার।

জামিন স্থগিত করা হয় খিলগাঁও থানার একটি মামলায়। এছাড়া পল্টন থানার অপর দুই মামলার শুনানির জন্য আগামী রোববার (৯ আগস্ট) ও সোমবার (১০ আগস্ট) নির্ধারণ করা হয়।

অপরদিকে শামসুজ্জামান দুদুর পল্টন থানার চারটি মামলায় জামিন বহাল রাখা হয়।


(ওএস/এসসি/আগষ্ট০৬,২০১৫)