স্টাফ রিপোর্টার : বহুল বিতর্কিত রিয়েল এস্টেট কোম্পানি গ্রীন ডেল্টা হাউজিং এন্ড ডেভেলপমেন্ট কোম্পানির এমডি মো. বেলাল হোসেন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

গত ৩১ জুলাই শুক্রবার থেকে তাকে পাওয়া যাচ্ছে না বলে গ্রীন ডেল্টা সূত্র জানিয়েছে। নাম প্রকাশ না করবার শর্তে গ্রীন ডেল্টার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা উত্তরাধিকার ৭১ নিউজকে জানিয়েছেন, গত শুক্রবার দুপুরের পর নৌ বাহিনীর সদর দফতরের সামনে থেকে একদল লোক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে। তারপর থেকে তার আর খোঁজ মিলছে না। অবশ্য তিনি এটাও জানিয়েছেন, এমডি বেলাল সাহেবের নিখোঁজ হওয়ার এই বিষয়টি এখনো থানা পুলিশকে জানানো হয়নি। তারা নিজেরাই নিখোঁজ বেলালকে খুঁজে বের করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গ্রীন ডেল্টার বিরুদ্ধে ফ্ল্যাট বিক্রির নামে গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কয়েক শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শোনা যাচ্ছে। এ নিয়ে রয়েছে অসংখ্য মামলা। বেশ কিছু মামলায় গ্রীন ডেল্টার এমডি ছাড়াও চেয়ারম্যান নুরুল আমিন, জিএম উম্মে কুলসুম শিমুল চৌধুরীসহ কোম্পানির কয়েক মালিক-কর্মকর্তার বিরুদ্ধে জারি রয়েছে আদালতের গ্রেফতারি পরোয়ানা।

(ওএস/এএস/আগস্ট ০৬, ২০১৫)