পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ীতে মিজু নামে ১৩ বছরের এক শিশু নির্যাতনে নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নে পাংশা হাসপাতালে তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, মিজুর বাবা-মা ছিল না। সে একটি বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। সেখানে আরেকজন গৃহকর্মী জয়নালের (২২) নির্যাতনে তার মৃত্যু হয়। জয়নাল এলাকায় বখাটে হিসেবে পরিচিত।

স্থানীয়রা আরও জানায়, মিজুর নিম্নাঙ্গে বাটাম দিয়ে আঘাতসহ শরীরের নিচের অংশে মারধরের কারণে তাকে হাসপাতালে নিতে হয়। পরে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত ২ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়া কবরখানা সংলগ্ন শরীফ মটরস নামক একটি মোটরসাইকেল গ্যারেজের মধ্যে নিয়ে শিশু রাকিবের মলদ্বারে কম্প্রেশার মেশিন দিয়ে হাওয়া ঢুকিয়ে হত্যা করা হয়।

(ওএস/এসসি/আগষ্ট০৮,২০১৫)