সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারন সম্পাদক পৌরসভার মেয়র অ্যাডভোকেট মোকাদ্দেছ আলীকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের পৌর বিভাগের উপ সচিব মো: খলিলুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি পত্র জেলা প্রশাসকের কাছে পৌঁছেছে।

পত্রে উল্লেখ করা হয় ৬ টি মামলায় তার বিরুদ্ধে চার্জশীট এর প্রেক্ষিতে তার মেয়র পদে থাকা পৌরসভা তথা জনস্বার্থের পরিপন্থী বলে প্রতিয়মান হওয়ায় তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। একই পত্রে বর্তমান ভারপ্রাপ্ত মেয়র (প্যানেল মেয়র ২)সেলিম আহমেদকে মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান মেয়রের বরখাস্ত হওয়ার বিষয়ে মন্ত্রনালয় থেকে ফ্যাক্স পেয়েছি । তার বিরুদ্ধে বিভিন্ন মামলার চার্জশীট হওয়ায় মন্ত্রনালয় থেকে তাকে বরখাস্ত করা হয়েছে বলেও তিনি জানান ।

এ বিষয়ে মেয়র মোকাদ্দেছ আলী বলেন আমি নির্বাচিত জন প্রতিনিধি। বর্তমান সরকার রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তি হয়ে আমাকে সাময়িক বরখাস্ত করেছে। তিনি বলেন মিথ্যা মামলায় জড়িয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে ।

(এসএস/এসসি/আগষ্ট০৮,২০১৫)