মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগরের ওমপাড়া বটতলা এলাকায় ৫১ জন যাত্রী নিয়ে একটি বাস খাদের পানিতে ডুবে গেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ৬ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বাসের মধ্যে আটকা পড়া যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছে। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, ঢাকা থেকে মাওয়াগামী যাত্রীবাহী বাসটি খাদের পানি মধ্যে পড়ে যায়। ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার তৎপরতা চলছে। কতজন যাত্রী মারা গেছে, না জীবিত আছে তা এখনও জানা যায়নি।

(ওএস/এএস/আগস্ট ০৭, ২০১৫)