লক্ষ্মীপুর প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে লক্ষ্মীপুরে আবদুল মান্নান ভূঁইয়া (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্ব‍ৃত্তরা। নিহত মান্নান লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও রামপুর গ্রামের ভূঁইয়া বাড়ি বাসিন্দা।

চরশাহী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বজন ও বিভিন্ন সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নেয়। পরে রাত ১২টার দিকে স্থানীয়রা বাড়ি সংলগ্ন রাস্তার পাশে আওয়ামী লীগ নেতার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেয়।

দাসের হাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এস আই) মো. কামাল হোসেন জানান, ভোর রাতে লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরে চরপাতা ইউনিয়ন থেকে মো. আবদুল মজিদ (৪৭) নামে রায়পুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, ভোরে এলাকার লোকজন রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই আওয়ামী লীগ নেতার লাশ উদ্ধার করে।

রায়পুর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, প্রাথমিক তদন্তে তার শরীরে কোনো আঘাত কিংবা জখমের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ওএস/অ/মে ২২, ২০১৪)