ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার অন্যতম প্যারেন্টস প্রেয়ার কিন্ডারগার্টেন শিশু বিদ্যালয় পরিদর্শন করেছে  সেভ দ্যা চিলড্রেন এর বাংলাদেশে নিযুক্ত মার্কিন প্রতিনিধি জাকারিয়া জে ফ্যালকোনার স্টুট এবং উক্ত সংস্থায় দোভাষির দায়িত্বে নিয়োজিত তানভিন আক্তারসহ বেশ কয়েকজন কর্মকর্তা।

পরিদর্শন কালে শিক্ষক ও অভিভাকদের সাথে শিশুদের সুশিক্ষা বিষয়ে মতবিনিময় করেন তারা। সকালে প্যারেন্টস প্রেয়ার কিন্ডারগার্টেন পরিদর্শন করা হয়। বাংলাদেশে নিযুক্ত ইউএসআইডির অর্থায়নে সেভ দ্যা চিলড্রেন এর কারিগরি সহযোগিতায় কোডেক রিড প্রজেক্ট বরিশাল বিভাগের ঝালকাঠি জেলা বাস্তবায়ন কোর্সে ঝালকাঠি পাবলিক লাইব্রেরী ভিজিট করেন। এ সময়ে ঝালকাঠি জেলা শহরের মধ্যে প্যারেন্টস প্রেয়ার কিন্ডারগার্টেনের শিক্ষায় মানগত দিক থেকে শীর্ষে থাকার কারনে এই প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় ।

ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকাদের সাথে স্কুলের লেখা পড়ার খোঁজ খবর নেন এবং শিক্ষা বিস্তারে উৎসহ দেয়া হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রিড প্রজেক্ট এর এস পি ও বিলকিস বানু, টি ও শহিদুল ইসলাম, লাইব্ররী এসিষ্ট্যান্ট মো. মাসুম বিল্লাহসহ আরো অনেকে।

(এএম/এএস/আগস্ট ০৭, ২০১৫)