কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পর্যটনকেন্দ্র কুয়াকাটা সৈকতের বালু ক্ষয়ের কারনে সৈকতের ভয়াবহ ভাঙ্গন ঠেকাতে আন্ধারমানিক নদীর মোহনায় গ্রোয়েন বাঁধ নির্মাণের দাবিতে সৈকতে প্রতীকী গ্রোয়েন বাঁধের আলোকে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কুয়াকাটা ট্যুরিজম ব্যবসায়ীদের উদ্যোগে শুক্রবার সকালে অনুষ্ঠিত এ কর্মসূচীতে পর্যটকসহ বিভিন্ন পেশার কয়েক শত মানুষ অংশগ্রহন করেছেন।

কর্মসূচীতে অংশগ্রহনকারীরা জানান, অব্যাহত বালু ক্ষয়ে প্রতিবছর বর্ষা মৌসুমে প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে কুয়াকাটা সমুদ্র সৈকত। সাগরের অব্যাহত ভাঙ্গনে এখন হুমকির মুখে কুয়াকাটা সৈকত। এ থেকে রক্ষা পেতে অপরিকল্পিতভাবে পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা বরাদ্দ দিলেও যা কোন কাজে আসছে না।

প্রতীকী গ্রোয়েন বাঁধ কর্মসূচী পালন শেষে সৈকতে মুক্ত আলোচনায় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির লতাচাপলী ইউনিয়ন টিম লিডার মো. শফিকুল আলম বলেন, গ্রোয়েন বাঁধ নির্মাণ করা হলে সমুদ্রের স্রোতধারা পরিবর্তন করে বেলাভূমি রক্ষায় সহায়ক হবে।

(এমকেআর/এএস/আগস্ট ০৭, ২০১৫)