নিউজ ডেস্ক: শুক্রবার মাগুরায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘১৫ আগস্ট-বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রতিযোগিতার আয়োজন করে।

সকাল ৯টা থেকে এলজিইডি মিলনায়তনে দু’টি গ্রুপে ভাগ হয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে দুপুর ১২টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এলজিইডি মাগুরার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারি প্রকৌশলী শিব শংকর সাহা, উপজেলা প্রকৌশলী মাগুরা সদর বিজন কুমার, মহম্মদপুর উপজেলা প্রকৌশলী রবিউল ইসলাম ও সহকারি প্রকৌশলী তাসমিন আক্তার ঝুমুর।

জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় দু’টি গ্রুপের প্রথম স্থান অধিকারীদ্বয় আগামী ১৫ আগস্ট ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকরা জানান।

(ওএস/এলবিপি/আগস্ট ৮, ২০১৫)