গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশাল জেলার আগৈলঝাড়ায় টাকা ভাগাভাগি নিয়ে গৌরনদী উপজেলা ছাত্রলীগ সদস্য রাসেল বেপারীকে (১৯) কুপিয়ে হত্যা করা হয়েছে।

অপর ছাত্রলীগ সদস্য রিংকু সরদারকে (২০) আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বিকেলে মারামারির ঘটনার পর গুরুতর আহত রাসেল ও রিংকুকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সোয়া ৮টায় রাসেল মারা যায়। নিহত রাসেল গৌরনদী উপজেলার দক্ষিণ পারলদী গ্রামের নূরুল ইসলাম বেপারীর ছেলে।

নিহত রাসেল বেপারীর বাবা নূরুল ইসলাম বেপারী জানান, টেন্ডারের ২৭ হাজার টাকা পাওনা ছিল আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের সোহরাব হোসেন সেরনিয়াবাতের ছেলে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের কাছে। ১৯ হাজার টাকা দেয়ার পর বাকি ৭ হাজার টাকা নিতে মোবাইলে শুক্রবার বিকেলে আগৈলঝাড়া আসতে বলে সাগর। এজন্য রাসেল তার সহযোগী রিংকু সরদারসহ আগৈলঝাড়া গেলে গৈলা এলাকার মুড়িহার সড়কে তাদের দু’জনকে কুপিয়ে আহত করে সাগরের লোকজন। এরপর গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে গৈলা হাসপাতাল ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ৮টায় রাসেল মারা যায়।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, রাসেল বেপারী ও সাগর সেরনিয়াবাতের মধ্যে মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। গত ১৫দিন পূর্বে রাসেলের পাওনা টাকার জন্য সাগরকে গৌরনদীতে আটক করে রাখা হয়েছিলো। ওই বিরোধের জেরধরেই এ হামলা ও হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত দু’জন (রাসেল ও সাগর) এলাকার চিহ্নিত মাদক সম্রাট বলেও সূত্রটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মো. আকতারুজ্জামান জানান, তাৎক্ষনিক বিষয়টি তদন্ত ও অভিযুক্তদের গ্রেফতারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।

(বিএসবি/এলবিপি/আগস্ট ৮, ২০১৫)