দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: শনিবার নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও সমমানের মাদ্রাসার ৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠানে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়।

সরেজমিনে গিয়ে জানা যায়, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের ৮টি প্রধান কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য ৮ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে ৩টি প্রতিষ্ঠানে মোট ৪৫ জন প্রতিদ্বন্দী প্রার্থী অংশগ্রহন করছে। তারমধ্যে সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতনে ৮১৬ জন ভোটারের মধ্যে প্রাথী ১৮ জন, দুর্গাপুর দ্বীনি আলিম মাদ্রাসায় ২৯৬ জন ভোটারের মধ্যে প্রার্থী ১১ জন ও বিরিশিরি পি সি নল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৪২০ জন ভোটারের মধ্যে প্রার্থী ১৬ জন।

এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ কামাল পারভেজ ও একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন বলেন, প্রতিষ্টানগুলোতে উৎসবমুখর পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষার্থীরা স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রাথী নির্বাচনের জন্য ভোট দিয়ে যাচ্ছে।

(এনএস/এলবিপি/আগস্ট ৮, ২০১৫)