মদন (নেত্রকোণা)প্রতিনিধি :মেয়াদোত্তীর্ণ প্রাণের ফ্রুটো জুস খেয়ে মদন উপজেলার মনোহরপুর গ্রামের একই পরিবারের ৯জন অসুস্থ্ হয়ে শনিবার স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছে।

জানা যায়, উপজেলার মনোহরপুর গ্রামের কালু মিয়ার ৮ম শ্রেণির পড়ুয়া ছাত্রী জলি আক্তার বৃহস্পতিবার একটি শিশুকে দিয়ে স্থানীয় দেওয়ান বাজার থেকে প্রাণের ১ লিটার ফ্রুটো জুস ক্রয় করে। শুক্রবার রাতে উক্ত জুস পারিবারের সদস্যরা পান করলে সকলেই অসুস্থ্য হয়ে পড়ে। তাদের অবস্থা আংশকা জনক দেখে এলাকাবাসী জলি আক্তার, কমলা আক্তার, শহীদ মিয়া, হাছান মিয়া, হৃদয় মিয়া, মিজান, চাঁদমনি, জাহানারা, জিয়াউর রহমানকে মদন স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।

এ ব্যাপারে উপজেলার স্বাস্থ্য প্রশাসক ডাঃ আব্দুল কদ্দুছ জানান, মেয়াদোত্তীর্ণ জুস খাওয়ায় বিষক্রিয়ার আক্রান্ত হয়ে একই পরিবারের ৯জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তবে বর্তমানে সকলেই আশংকামুক্ত।

মদন সরকারি কলেজের প্রভাষক আজিজুল হক জানান, মদনে দীর্ঘদিন ধরে ভ্রাম্যমান আদালত বা বাজার মনিটরিং এর কোন ব্যবস্থা না থাকায় ব্যবসায়ীরা তাদের ইচ্ছামাফিক মালামাল ক্রয় বিক্রয় করছে। যার ফলে মানুষ এই দুরবস্থার সম্মূখীন হচ্ছে।

এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান জানান, মেয়াদোত্তীর্ণ জুসের বোতল জব্দ করা হয়েছে। তবে কোন দোকান থেকে ক্রয় করেছে তা নির্দিষ্ট করে বলতে না পারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি। তবে এ ব্যপারে তৎপরতা চালানো হচ্ছে।


(এমএইচবি/এসসি/আগষ্ট০৮,২০১৫)