মাদারীপুর প্রতিনিধি: ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকান্ডের প্রসঙ্গে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান বলেছেন, দেশের রাজনীতিকে অশান্ত করার জন্য একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। যারা ধর্মের নামে এ ধরণের হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে তারা ধর্মের অনুসারী নয়, বরং তারা ধর্মের বিপদগামী।

শনিবার সকালে মাদারীপুরে নৌপরিবহণমন্ত্রীর কার্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌপরিবহণমন্ত্রী শাজাহান খান এ কথা বলেন।

নৌপরিবহণমন্ত্রী আরো বলেন, ‘ধর্মের নামে যারা ব্লগার হত্য করেন এটা তাদের কোন আদর্শ হতে পারে না। যারা মানুষ খুন করেন তারা কি দিয়ে প্রমাণ করবেন এই হত্যাকান্ড যায়েজ। এ ধরণের ব্লগার হত্যা সত্যিই দুঃখজনক।’

সুস্থ্য নগর ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীর কমিটির সভাপতি এ্যাড. আসাদুজ্জামান দুর্জয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, সাবেক পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম বাবু চৌধুরী, পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদার, ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন জাহান প্রমুখ।

সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাশ।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভায় আওয়ামীলীগ ও প্রজন্মলীগের নেতাকর্মী, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

(একে/এলপিবি/আগস্ট ৮, ২০১৫)