লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: জামায়াত ইসলামী বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাবেক সহকারী সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসাইনকে একটি ওয়ান স্যুটার পিস্তলসহ লোহাগড়া থেকে আটক করেছে ডিবি ও থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকাল ৫টার দিকে জেলা ডিবির সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) হাসান আহম্মদ ও লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) নয়ন পাটোয়ারীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে লোহাগড়া পৌর সভার রাজুপুর গ্রামের একটি বাসাবাড়ি থেকে মোঃ আলমগীর হোসাইন (৪৫)কে একটি ওয়ান স্যুটার পিস্তলসহ আটক করা হয়েছে। আটক জামায়াত নেতা লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি’র চালিঘাট গ্রামের আঃ ছাত্তার মোল্যার ছেলে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ লুৎফর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক জামায়াত নেতার নামে লোহাগড়াসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অস্ত্রসহ জামায়াত নেতা আটকের ঘটনায় লোহাগড়া থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

(আরএম/এলপিবি/আগস্ট ৮, ২০১৫)