দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত।

এ উপলক্ষে রবিবার এক বিশাল র‌্যালি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সভাপতি আদিবাসী নেতা পংকজ মারাক এর সভাপতিত্বে নৃ-তাত্ত্বিক আদিবাসী অডিটরিয়ামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন, উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল্লাহ্ হক, বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন কমিটির সদস্য সচিব ও কেন্দ্রিয় আদিবাসী ইউনিয়নের সম্পাদক নিরন্তর বনোয়ারী, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ সোহরাব হোসেন তাং, আদিবাসী নেতা ও গবেষক রেভাঃ মনীন্দ্র নাথ মারাক, মতিলাল হাজং, টিডব্লিওএ চেয়ারম্যান বঙ্কিম মানখিন, ইউ,পি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আদিবাসী নেতা বাহাছাস সভাপতি লিটন হাজং, পিউস এল মানখিন,শংকর হাজং প্রমুখ।

আদিবাসী নেতারা বলেন , আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক বাজেট বরাদ্দ ও ভূমি কমিশন গঠন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

আলোচনা শেষে অদিবাসীদের কৃষ্টি তুলে ধরে আদিবাসী শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

(এনএস/এএস/আগস্ট ০৯, ২০১৫)