বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : প্রকাশিত এইচএসসির ফলাফলে মৌলভীবাজারের বড়লেখায় ১৭৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১২৯১ জন। পাশের হার ৭৩.৬৯%। ২টি কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছে ২৭ জন শিক্ষার্থী। জিপিএ-৫ প্রাপ্ত ২টি কলেজ হচ্ছে-বড়লেখা ডিগ্রি কলেজ, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ। এর মধ্যে নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ পেয়েছে ১০টি জিপিএ-৫ ও ১৭টি জিপিএ-৫ পেয়ে উপজেলায় শীর্ষে রয়েছে বড়লেখা ডিগ্রি কলেজ।

জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় বড়লেখা ডিগ্রি কলেজ থেকে ৬৫১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪৮৪ জন, নারী শিক্ষা একাডেমী ডিগ্রি কলেজ থেকে ৫৪১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৪১০ জন, সুজানগর কলেজ থেকে ১০৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৮০ জন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ থেকে ১২৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৯৬ জন, দাসের বাজার আদর্শ কলেজ থেকে ২০৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ১৫৫ জন, বর্ণি মন্তাজিম আলী কলেজ থেকে ১২৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাশ করেছে ৬৬ জন ।

(এলএস/এএস/আগস্ট ০৯, ২০১৫)