আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত কলেজের মেধাবী ছাত্রী ও গৃহবধূ সুচনা আক্তারের হত্যাকারী স্বামী পুলিশ কনষ্টবল ইমাম হাসানসহ অন্যান্য আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রবিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও সম্মিলিত সামাজিক প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুরজাহান বেগম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, নারী নেত্রী পুস্পরানী চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, শিক্ষার্থী সুমাইয়া আক্তার প্রমুখ। বক্তারা এ হত্যা মামলার সকল আসামিদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ্য, যৌতুকের দাবিতে গত ৫ আগস্ট বরিশালের রিজার্ভ পুলিশের কনস্টবল ইমাম হাসান তার কাউনিয়ার নিজ বাসায় বসে নির্মম নির্যাতন চালিয়ে সূচনা আক্তারকে হত্যা করে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের পর পুলিশ ইমাম হাসানকে গ্রেফতার করেছে। বর্তমানে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আসামি পক্ষের লোকজনে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বক্তারা অভিযোগ করেন।

(টিবি/এএস/আগস্ট ০৯, ২০১৫)