গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য ফজলে রাব্বী (৩২) হত্যা মামলার আসামী রাজু আহমেদ (২৮) ও হাফিজার রহমানকে (৩৫) পুলিশ গ্রেফাতার করেছে।

পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে এজাহারভূক্ত আসামী রাজু ও হাফিজারকে উপজেলার বোনারপাড়া বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আটক রাজু উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামের সিরাজুল হকের ছেলে ও হাফিজার একই গ্রামের তোজাম্মেল হকের ছেলে।

সাঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফজলে রাব্বি জেএমবির একজন সক্রিয় সদস্য ছিলেন। উল্লেখ্য, গত ১৯ জুলাই রাতে বাজার থেকে নিজ বাড়ি ফেরার পথে স্থানীয় ওপদা বাঁধের ওপর দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা সাদ্দাকাস মিয়া বাদি হয়ে এজাহার ৫ জন নামীয়সহ অজ্ঞাত আরো ৫-৭ জনকে আসামি করে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

(আরআই/এএস/আগস্ট ০৯, ২০১৫)