মৌলভীবাজার প্রতিনিধি : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে রবিবার মৌলভীবাজারে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মৌলভীবাজার পৌর মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়।

আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান সুচিয়াং এর সভাপতিত্বে উক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আদিবাসী ফোরামের সিনিয়র সহ-সভাপতি আনন্দ মহন সিং, সহ সভাপতি জিডিশন প্রধান সুচিয়াং, মহাসচিব ফিলা পত্নমী, সাংগঠনিক সম্পাদক পরিমল সিং বারাইক প্রমুখ। বক্তরা বলেন, আদিবাসীদের স্বাস্থ্য ও সামাজিক কল্যাণ নিশ্চিত ও আদিবাসী জাতি সমূহের জীবন ধারা উন্নয়ন কল্পে আন্তজার্তিক রীতি অনুসারে বিভিন্ন প্রকল্প গ্রহণ এখন সময়ের দাবি। উল্লেখ্য প্রতি বছর ৯ আগষ্ট বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব আদিবাসী উদযাপন করা হয় এদিকে আদিবাসী নেতারা সরকারিভাবে দিবসটি উদযাপনের জন্য সরকারের নিকট দাবী জানান।

(এমএকে/পি/অাগস্ট ০৯, ২০১৫)