বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের মোড়েলগঞ্জের মানিকজোড় গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিতাকে কুপিয়ে  হত্যার অভিযোগে ঘাতক পুত্রকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার দুপুরে বাগেরহাট দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় প্রদান করে। তবে রায় ঘোষণা কালে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী মো: বাদশা গাজী (৪৫) পলাতক ছিলো।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ৯ ফেব্রুয়ারী মোড়েলগঞ্জ উপজেলার মানিকজোড় গ্রামের কৃষক মোতাহার আলী গাজী তার ছেলে মো: বাদশা গাজীকে ঔষধ আনতে বলেন। ওইদিন দুপুরে ছেলে বাদশা গাজী পিতার জন্য ঔষধ না আনার কারনে পিতা তাকে বকাঝকা করেন। দুপুর ২টার দিকের এঘটনায় ছেলে বাদশা গাজী ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে পিতা মোতাহার আলী গাজী মাথায় আঘাত করলে স্থানীয় হাসপাতালে নিয়ে যাবার পথেই তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ছোট ছেলে আব্দুল হক বাদী হয়ে ওইদিন সন্ধ্যায় মোড়েলগঞ্জ থানায় বড় ভাই মো: বাদশা গাজীকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানায় হত্যা মামলা দায়েরের পর ওই বছরের ২৯ জুন মোড়েলগঞ্জ থানার এসআই গৌতম দাস আসামী মো: বাদশা গাজীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে। আদালতে এ হত্যা মামলা চলাকালে ৯জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে সোমবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এরায় ঘোষণা করেন।

(একে/এসসি/আগষ্ট১০,২০১৫)