সাতক্ষীরা প্রতিনিধি : রাস্তা পার হওয়ার সময়  ঢাকাগামি পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা যশোর সড়কের ত্রিশমাইল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফতেমা বেগম (৫০)। তিনি সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুর গ্রামের শাজাহান মোড়লের স্ত্রী। পুলিশ ঘাতক হানিফ পরিবহনটি আটক করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফতেমা বেগম সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা- যশোর সড়কের ত্রিশ মাইল নামকস্থানে রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় সাতক্ষীরার দিক থেকে আসা হানিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-০৮১৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পালানোর সময় পাটকেলঘাটা মজুমদার ফিলিং স্টেশন থেকে জনতা গাড়িটি আটক করে পুলিশে সোপর্দ করে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম দুর্ঘটনায় এক নারী পথচারির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক পরিবহনটি আটক করা হয়েছে। তবে চালক ও সুপারভাইজার পালিয়ে গেছে।


(আরএনকে/এসসি/আগষ্ট১০,২০১৫)