মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা শহরের পশ্চিম মোস্তফাপুর এলাকায় বুধবার রাতে ভেজাল মবিল তৈরির সরঞ্জামসহ ৫ লাখ টাকার মালামাল জব্দ করেছে পুলিশ। এ সময় ভেজাল মবিল তৈরির সঙ্গে জড়িত দু’জনকে প্রাইভেট কারসহ আটক করা হয়।

আটকেরা হলেন- উপজেলার মোস্তফাপুরের বাবুল হোসেন ও গাড়ী চালক বাবুল মিয়া।

মৌলভীবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মোস্তফাপুর এলাকায় একটি বাড়িতে ভেজাল মবিল তৈরি কারখানায় অভিযান চালানো হয়। তখন মবিল তৈরির নকল স্ট্রিকার, রং, পুরাতন মবিল, বিভিন্ন ধরনের ড্রামসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল জব্দ করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিদেশি মবিল কোম্পানীর নকল স্ট্রিকার লাগিয়ে ভেজাল মবিল বিক্রি করে আসেছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

(ওএস/এইচআর/মে ২২, ২০১৪)