স্টাফ রিপোর্টার : অব্যাহত দরপতনে দেশের পুঁজিবাজার। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের উভয় শেয়ারবাজারে  দরপতন হয়েছে। কমেছে মূল্য সূচকও। হ্রাস পেয়েছে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দর। এছাড়া গত দিনের চেয়ে কমেছে টাকার অংকে লেনদেনের পরিমানও । এ নিয়ে গত ৬ আগস্ট থেকে টানা তিন কার্যদিবস দর পতন হলো শেয়ারবাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনশেষে প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট কমে চার হাজার ৮১৫ পয়েন্টে অবস্থান করছে এবং শরীয়া সূচক ডিএসইএস ৪ পয়েন্ট কমে এক হাজার ১৮৯ পয়েন্ট ও ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৬৯ পয়েন্টে অবস্থান করছে।

টাকায় অংকে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। যা গত কার্যদিবসের চেয়ে ১৩ কোটি টাকা কম। রোববার লেনদেন হয়েছিল ৬৭৩ কোটি টাকা।

ডিএসইতে ৩২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৮১টির দাম বেড়েছে, কমেছে ১৮৫ টির আর অপরিবর্তিত রয়েছে ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ৫২ পয়েন্ট কমে ৯ হাজার ৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসই৩০ সূচক ৯০ পয়েন্ট কমে ১২ হাজার ৩৩২ পয়েন্টে এবং সিএএসপিআই ৮৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৯১ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে মোট ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১৭০ টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৩ কোটি ১৬ লাখ টাকার।

(ওএস/এএস/আগস্ট ১০, ২০১৫)