স্টাফ রিপোর্টার : রাজনৈতিক কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্য অগ্রাধিকার বাণিজ্য (জিএসপি) সুবিধা পায়নি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণ ছাড়া, রাজনৈতিকভাবে বাংলাদেশকে বিবেচনা করা ছাড়া জিএসপি না পাওয়ার কোনো কারণ নেই।

তিনি বলেন, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নাইরোবিতে বাংলাদেশের প্রশংসা করেছেন, সেখানে সামান্য জিএসপি সুবিধা না পাওয়ার আর কোনো কারণ নেই।

জিএসপি সুবিধা না পেলেও বাংলাদেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেন বাণিজ্যমন্ত্রী।

গত ২৯ জুলাই থেকে বিশ্বের ১২২টি দেশ ও অঞ্চলের জন্য যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পুনর্বহাল করা হয়। এতে স্থান পায়নি বাংলাদেশ।

রানা প্লাজা ধসে ব্যাপক হতাহতের পর ২০১৩ সালের ২৭ জুন বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত করে যুক্তরাষ্ট্র। ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর রয়েছে।

(ওএস/এএস/আগস্ট ১১, ২০১৫)