মাগুরা প্রতিনিধি : বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় জেল হাজতে গেলেন মাগুরার শালিখা উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু। আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মোজফফর হোসেন টুকু শালিখা উপজেলা বিএনপির সভাপতি।

টুকুর আইনজীবি কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, চলতি বছরের ১৪ জানুয়ারি রাতে মাগুরা-যশোর সড়কের আড়পাড়া ফটকী নদীর ব্রীজের উপর একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। শালিখা থানা পুলিশ এ ঘটনায় পরদিন ১৫ জানুয়ারী উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকুসহ ৩০ বিএনপি নেতা কর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। উপজেলা চেয়ারম্যান ও শালিখা উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেন মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রর্থনা করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কুমুদ রঞ্জন দাবি করেন, উপজেলা চেয়ারম্যান টুকু এ ঘটনার সাথে কোন সম্পৃক্ততা না থাকলেও প্রতিহিংসা পরায়ন হয়ে রাজনৈতিক কারণে হয়রানী করতে তাকে এ মামলায় আসামী করা হয়।

(ডিসি/এএস/আগস্ট ১১, ২০১৫)