নিউজ ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছে বৃহস্পতিবার। দেড় ঘণ্টা লেনদেন শেষে সূচক ইতিবাচক ধারাতেই অবস্থান করছে। বেলা বারোটায় ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি টাকার। সব মূল্য সূচকও বেড়েছে এই সময়ে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট বেড়েছে এই সময়ে। ৪ হাজার ৪২৭ পয়েন্টে অবস্থান দাঁড়িয়েছে প্রধান সূচকের। অপর সূচক ডিএসইএস দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯৮৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ হাজার ৬০৫ পয়েন্টে অবস্থান করছে। এই সূচক বেড়েছে ১ দশমিক ২৫ পয়েন্টে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ারের দর।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসই সার্বিক সূচক বেড়েছে ৪২ পয়েন্ট। এই সূচকের অবস্থান দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৫৭ পয়েন্টে। মোট লেনদেনে অংশ নিয়েছে ১৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২২টির।

(ওএস/এস/মে ২২, ২০১৪)