বান্দরবান প্রতিনিধি : নাজমুল হোসেন বাবলুকে আহবায়ক করে বান্দরবান কলেজ ছাত্রলীগের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রলীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ। বৈঠকে অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুর রহমান রাশেদ, সাবেক সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, জেলা ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক জনি সুশীলসহ ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কলেজ ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক টিপু দাস ও বিকাশ চাকমা। নাজমুল হোসেন বাবলু জানান, এই আহবায়ক কমিটি তিন মাসের জন্য করা হয়েছে। এই সময়ের মধ্যে ছাত্রলীগের একটি পুর্ণাঙ্গ আর্দশ সংগঠন দাঁড় করানো হবে। তিনি বলেন,ছাত্রলীগের সুনাম আছে থাকবে। বান্দরবানে বীর বাহাদুরের নেতৃত্বে ছাত্রলীগ এগিয়ে যাবে।

(এএফবি/এএস/আগস্ট ১১, ২০১৫)