ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে ছাত্রলীগের দু'গ্রুপে মধ্যে আবারো ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

পুলিশ জানায়, কেন্দ্রীয়ভাবে ঘোষিত ছাত্রলীগের নতুন জেলা কমিটি বুধবার সকাল ১১টায় শহরের সরকারপাড়া থেকে একটি মিছিল বের করে। মিছিলটি চৌরাস্তায় পৌঁছালে ছাত্রলীগের পদবঞ্চিতরা তাদের লক্ষে করে ইট পাটকেল ছোড়ে। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু'গ্রুপ। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ৬ রাউন্ড রাবার বুলেট ছুড়ে।

আহতদের মধ্যে ১২ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

কমিটি গঠনকে কেন্দ্র করে এর আগে দু’গ্রুপের মধ্যে আরো ২ দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এতে আহত হয় কমপক্ষে ২০জন।

(জেএবি/এলপিবি/আগস্ট ১২, ২০১৫)