স্টাফ রিপোর্টার : জিএসপি প্রাপ্ত অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে বলে মন্তব্য করছেন সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে সিপিডি ও এফইএস আয়োজিত বাংলাদেশের পোশাক খাত: কমপ্লায়েন্স নিশ্চিত করতে প্রাপ্ত মূল্য কি পর্য‍াপ্ত? শীর্ষক সংলাপে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশকে কেনো জিএসপি সুবিধা দেওয়া হয়নি, তা স্বচ্ছতার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকারকে দেখাতে হবে। ‘গরু-ছাগল-হাতি’ এদেরকে জিএসপি সুবিধা দেওয়া হয়েছে। অথচ বাংলাদেশেরটি প্রত্যাখ্যান করা হয়েছে। বাংলাদেশের জিএসপি যেভাবে প্রত্যাখ্যান করা হয়েছে এভাবে প্রত্যাখ্যানের ফল ভালো হয়না।

সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাংলাদেশের জিএসপি সুবিধা প্রত্যাখ্যান খুবই খারাপ হয়েছে। তবে এটিকে রাজনৈতিকভাবে না নিয়ে লেগে থাকতে হবে। অন্যদেশগুলোর চেয়ে বাংলাদেশ খারাপ অবস্থানে নেই।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৫)