স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. রুহুল আমিন খন্দকারকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম নাজমুল হক শ্যামল এ রায় দেন। রায়ে একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির প্রভাষক মো. রুহুল আমিন তাঁর ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে স্ট্যাটাস দেন। ২০১১ সালের ৪ অক্টোবর সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার মনোয়ার হোসেন তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা ও হত্যার হুমকির অভিযোগে আশুলিয়া থানায় মামলা করেন।

রায়ে বলা হয়, আসামির বিরুদ্ধে হত্যার হুমকি প্রমাণিত হয়নি; তবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় এ দণ্ড দেওয়া হলো।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বলেন, মামলায় ১২ জন সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সক্ষম হওয়ায় আদালত ওই শিক্ষককে এ দণ্ড দেন।

(ওএস/এএস/আগস্ট ১২, ২০১৫)