গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা (সাঘাটা-ফুলছড়ি) নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য উম্মোচন করলেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

বুধবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী মধ্যে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ব্রক্ষ্মপুত্র নদীর পাড় ঘেঁষে মুক্তিযোদ্ধাদের গণকবরের পাশেই ‘জগজ্জয়ী’ নামে-এ ভাস্কর্যটি স্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ নিদর্শন স্থাপন করলেন ডেপুটি স্পিকার।

ভাস্কর্যটির মূল নকশা করেছেন রাজধানীর ভারভী কমিউনিকেশনের ভাস্কর সঞ্জয় পাল। ভাস্কর্যটি তৈরিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের ফাইবার। তিন ফুট উচ্চতার ভাস্কর্যটির আয়ুষ্কাল শত বছর বলে জানান ভারভী কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইউও) সরকার শামীম আহমেদ শাকিল।

তিনি আরো জানান, পুরো ভাস্কর্যটি তৈরিতে এক মাসের বেশি সময় লেগেছে। এতে খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবার রহমানের শাহাদৎ বার্ষিকীতে ডেপুটি স্পিকার তার নির্বাচনী এলাকায়-এ ভাস্কর্য ম্যুরাল উম্মোচনসহ আলোচনা সভা ও কাঙালী ভোজসভার আয়োজন করেছেন।

ভাস্কর্য উদ্বোধনকালে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, স্বাধীনতার শক্তি আস্তে আস্তে সক্রিয় হচ্ছে। একটি কুচক্রি মহল স্বাধীনতার শক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করার পায়তারা করছে। তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তি বিএনপি-জামায়াত জোট মানুষের মনে ভয় ঢোকাতে চায়। তারা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি-জামায়াত বলছে দেশে কোন উন্নয়ন হয়নি। ওরা তো বলবেই কারণ ওদের আমলে দেশের কোনো উন্নয়ন হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলেই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ২০২১ সাল নয়, ২০১৬ সালের জুন মাসের মধ্যেই আমরা মধ্য আয়ের দেশে উন্নীত হবে ইন্শাল্লাহ্। আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ হবে একটি উন্নত রাষ্ট্র হিসেবে রূপদান করবে। আমরা বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথেই চ্যালেঞ্জ করতে পারবো। সকালে ডেপুটি সাঘাটা উপজেলার বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজে এ্যাডভোকেট ফজলে রাব্বি ভবনের ভিত্তিস্থাপন করেন। এরপর ডেপুটি স্পিকার গলাকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যা আশ্রয়ণ প্রকল্পের ভিত্তি স্থাপন শেষে মা সমাবেশে বক্তব্য রাখেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজি বৃক্ষ মেলার উদ্বোধন করেন। শেষে বিকেলে নাপিতেহাট সরকার প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা বক্তব্য রাখেন। এসময় সাঘাটা উপজেলার পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম শহীদ রঞ্জু, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল, বোনারপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ফরহাদ রাব্বী ও উপাধ্যক্ষ ফারুকুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

(আরআই/এসসি/আগষ্ট১২,২০১৫)