মদন (নেত্রকোণা) প্রতিনিধি : নেত্রকোণার মদন উপজেলার কেশজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ঝড়ে বিধস্ত হওয়ার পর মেরামত না করায় ৩য় ও ৪র্থ শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যহত হচ্ছে।

জানা যায়, বিদ্যালয়টি ১৮৫০ সালে স্থাপিত হয়ে সুনামের সহিত শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে বিদ্যালয়ে ৭জন শিক্ষক দ্বারা ৩ শতাধিক শিক্ষার্থীর পাঠদান চলছে। বিদ্যালয়টি ২০০৬ সালে কাল বৈশাখী ঝড়ে দুই শ্রেণীকক্ষের ঘরটির ছাউনিসহ দরজা জানালা ভেঙ্গে অকেজো হয়ে পড়েছে। ফলে শ্রেণীকক্ষের অভাবে দুই সিফটে ক্লাশ করেও এই বিপুল সংখ্যক শিক্ষার্থীর পাঠদান দারুনভাবে ব্যহত হচ্ছে। এতে দুর্ভোগে ভোগছে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থীরা জানায়, শ্রেণীকক্ষের অভাবে সকালে স্কুলে এসে বারান্দায় দাঁড়িয়ে থাকি। ১ম সিফটের ক্লাশ শেষ হলে আমরা শ্রেণী কক্ষে প্রবেশ করি। তাই ভাঙ্গা ঘরটি মেরামত করলে আমাদের কষ্ট দূর হবে।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা বেগম জানায়, বিদ্যালয়ের দুইটি শ্রেণীকক্ষের ঘরটি ভাঙ্গা থাকায় তিন শতাধিক শিক্ষার্থীর পাঠক্রমিক কার্যক্রম চালাতে আমাদের খুবই সমস্যা হচ্ছে। এছাড়া বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ সংশ্লিষ্ট বিভাগে অনেকদিন আগে ভাঙ্গা ঘরটির ব্যপারে অবগত করেছি। আশা করছি ভাঙ্গা ঘরটি দ্রুত সংস্কার হলে বিদ্যালয়ের মেধাবিকাশের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রমজান মিয়া জানান, ভাঙ্গা ঘরটির ব্যপারে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। এখন দ্রুত মেরামত করা না হলে শিক্ষার্থীর পরিমাণ আস্তে আস্তে কমে যাবে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সংস্কার করা হবে।

(এএমএ/এএস/আগস্ট ১৩, ২০১৫)