যশোর প্রতিনিধি : যশোরে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছে জেলা ছাত্রলীগ। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সংগঠনের জেলা কার্যালয়ে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা খয়রত হোসেন, অ্যাডভোকেট আলী রায়হান, মুজিবুদ্দৌলা সরদার অলোক, এস এম মাহমুদ হাসান বিপু, আনোয়ার হোসেন বিপুল প্রমুখ।

অনুষ্ঠানে যশোরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

(জেকেএম/এএস/আগস্ট ১৩, ২০১৫)