আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষাবোর্ডের অধীনস্থ ৫টি কলেজ থেকে কোন শিক্ষার্থী পাশ না করায় ওই পাঁচটি কলেজের পাঠদানের অনুমতি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক ড. লিয়াকত হোসেন বলেন, ৫টি কলেজের পাঠদানের অনুমতি বাতিল করার পাশাপাশি তাদের কারন দর্শনোর নোটিশ দেয়া হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। উত্তর পেলে কলেজগুলোর বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্তনেয়া হবে। প্রয়োজনে শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ তাদের স্বীকৃতিও বাতিল করতে পারেন।

সূত্রমতে, শতভাগ ফেল করা কলেজগুলো হলো-বরগুনার বেতাগী উপজেলার চান্দুখালি স্কুল এন্ড কলেজ, পাথরঘাটার কাকচিরা স্কুল এন্ড কলেজ, পটুয়াখালীর দুমকি উপজেলার নাছিমা কেরামত আলী স্কুল এন্ড কলেজ, মির্জাগঞ্জ উপজেলার মজিদবাড়িয়া কলেজ এবং ভান্ডারিয়ার বিহারী পাইলট স্কুল এন্ড কলেজ।


(টিবি/এএস/আগস্ট ১৩, ২০১৫)