কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : অবৈধ অনুপ্রবেশের দায়ে দীর্ঘ ৪৮ দিন আটক থাকার পর মুক্তি পেল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ট্রলারসহ আটক ভারতীয় ছয় জেলে।

শুক্রবার সকালে কলাপাড়ার মহীপুর পুলিশ তদন্ত কেন্দ্র থেকে তাঁদের ভারতীয় হাই কমিশনের প্রশাসনিক কর্মকর্তা মুকেশ গুপ্তের হাতে হস্তান্তর করা হয়। পটুয়াখালী জেলা প্রশাসকের নির্দেশে এ সময় উপস্থিত ছিলেন হাই কমিশনের বাংলাদেশের প্রতিনিধি লোকাল এ্যাসিস্ট্যান্ট দিপক দেকনাথসহ কলাপাড়া থানার কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ২৭ জুন কুয়াকাটা সৈকতের ঝাউ বাগান সংলগ্ন এলাকা থেকে পুলিশ তাদের আটক করে জেল হাজতে প্রেরন করেন। মুক্তি পাওয়া জেলেরা হলেন যুগরাজ, নেন্দিস, রাজ, বেমিজ, মেছেন এবং আমমরি। এদের সকলের বাড়ি ভারতের অন্ধপ্রদেশের বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।

(এমকেআর/এএস/আগস্ট ১৪, ২০১৫)