নীলফামারী প্রতিনিধি :নীলফামারীর সৈয়দপুরে ট্রেনের ধাক্কায় চার পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সৈয়দপুর থানার ওসিসহ আরো পাঁচ আহত হয়েছেন। শুক্রবার রাত ১২ টার দিকে উপজেলার ঢেলাপীর রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সৈয়দপুর থানা পুলিশের কনস্টেবল শামসুল আলম (৫৫), মাইদুল ইসলাম (৩৬) ও শরিফুল ইসলাম (৪০) ও ফারুক হোসেন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢেলাপীর রেলক্রসিং এ কোন গেট বা গেটম্যান নেই। শুক্রবার রাত ১২ টার দিকে পুলিশের একটি টহল টিম ঐ রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চিলাহাটি থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর ট্রেনটি পুলিশের পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দিয়ে তা দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সৈয়দপুর থানার কনস্টেবল শামসুল আলম মারা যান।

খবর পেয়ে নীলফামারী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে অন্যদের উদ্ধার করে প্রথমে সৈয়দপুর ১শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর নিয়ে যাওয়ার পথে মাইদুল ইসলাম ও শরিফুল ইসলামের মৃত্যু হয়। শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক হোসেন মারা যান।

ওসি ইসমাইল হোসেনসহ অপর পাঁচজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।সৈয়দপুর থানার উপ পরিদর্শক আব্দুস সহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নীলফামারীর পুলিশ সুপার জাকির হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হাসান ঘটনাস্থল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন।


(ওএস/এসসি/আগষ্ট১৫,২০১৫)