গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি : দেশের ব্যাস্ততম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকট কাটেনি। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথে স্বাভাবিক যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। আজ বৃহস্পতিবার দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে বাস, মাইক্রোবাস, ট্রাকসহ শত শত বিভিন্ন গাড়ি।

এতে ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ইউনিয়ন বোর্ড এলাকা পর্যন্ত সাড়ে তিন কিলোমিটার রাস্তায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়ে আছে। এদিকে প্রচণ্ড তাপদাহের মধ্যে যানজটে আটকে থাকা সাধারণ বাসের যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির সহকারি মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, চলাচলকারি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান নামের একটি রো রো (বড়) এবং বনলতা ও মাধবী লতা নামে অপর দুটি ইউটিলিটি টাইপ ফেরি বিকল হয়ে আছে। পাটুরিয়ার ভাসমান কারখানা মধুমতিতে ফেরিগুলোর মেরামত কাজ চলছে।’ তিনি আরো বলেন, ‘এই নৌরুটে এমনিতেই ফেরির সংকট রয়েছে। তার উপর একযোগে তিনটি ফেরি বিকল হওয়ায় দৌলতদিয়াঘাটে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’

(জিসিপি/এএস/মে ২২, ২০১৪)