স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই কোর্টের বাইরে মারিয়া শারাপোভা। উইম্বলডনের পর আর কোনো আসরে খেলা হয়নি রাশিয়ান সুন্দরীর। সর্বশেষ নন-মেজর টুর্নামেন্ট খেলেছিলেন রোমে। তবে দীর্ঘ বিরতি শেষে এবার শারাপোভার কোর্টে ফিরছেন এই সুন্দরী।

রজার্স কাপে ইনজুরির কারণে নাম ফিরিয়ে নিয়েছিলেন। বাঁ পায়ের মাংসপেশিতে টানের কারণ দেখিয়ে টরেন্টোতে খেলেননি তিনি। তবে ইনজুরিমুক্ত হবার কারণে চলতি সপ্তাহে সিনসিনাটি মাস্টার্সের মধ্য দিয়ে র্যাকেট হাতে আবার প্রতিযোগিতামূলক টেনিসে ফিরতে যাচ্ছেন সাবেক এই নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।

শারাপোভার অন্তর্ভুক্তিতে এই টুর্নামেন্টের জৌলশ আরো বৃদ্ধি পেলো। ডব্লিউটিএর সেরা ৩০ এর মাঝে মাত্র দুই জন খেলোয়াড় সেখানে অনুপস্থিত থাকছেন। শারাপোভার সঙ্গে কোর্টে ফিরছেন সুইজারল্যান্ডের টেনিস তারকা রজার ফেদেরার।

(ওএস/এএস/আগস্ট ১৭, ২০১৫)